বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
সময় পাল্টায়, যুগ বদলায়—তবুও কিছু শখ পুরোনোই রয়ে যায়। আধুনিকতার ঢেউয়ের মাঝেও অতীতের রাজকীয় আভিজাত্য ছুঁয়ে দেখার বাসনা থেকেই ঘোড়ার গাড়িতে চড়ে বিয়ে করতে গেলেন বদলগাছীর এক তরুণ।
শনিবার দুপুরে বদলগাছী উপজেলার পয়নারী গ্রামের রাস্তায় দেখা যায় এক অনন্য দৃশ্য। টাপুর-টুপুর ঘোড়ার খুরের শব্দ, রঙিন ফিতায় সজ্জিত গাড়ি, ঝলমলে গাঁদা ফুল আর উৎসুক মানুষের ভিড়—সব মিলিয়ে যেন গ্রামীণ রূপকথার এক টুকরো দৃশ্য। সেই রাজকীয় বরযাত্রায় ছিলেন প্রকৌশলী আসিফ হোসেন।
জানা গেছে, উপজেলার বিষ্ণুপুর গ্রামের কৃষক আফতাব হোসেনের ছেলে আসিফ হোসেন দীর্ঘদিন ধরেই এমন বিয়ের স্বপ্ন লালন করে আসছিলেন। বর্তমানে তিনি বেসরকারি প্রতিষ্ঠান ডানা গ্রুপে চাকরি করেন। তার বিয়ে হয়েছে একই উপজেলার পয়নারী গ্রামের কৃষক আশরাফুল ইসলামের মেয়ে মুসফিকা আশরাফির সঙ্গে।
বারোটি মাইক্রোবাস, ৫০টিরও বেশি মোটরসাইকেল ও তিন শতাধিক বরযাত্রী নিয়ে বরের যাত্রা শুরু হয়। গ্রামের প্রতিটি মোড়ে মানুষের ভিড়—কেউ ছবি তুলছেন, কেউ আবার শুভেচ্ছা জানাচ্ছেন নবদম্পতিকে। উচ্ছ্বাসে মুখর ছিল পুরো এলাকা।
বর আসিফ হোসেন বলেন,
“শখের বসেই ঘোড়ার গাড়িতে বিয়ের পরিকল্পনা করি। পরিবারও খুব উৎসাহ দিয়েছে। অনেক খোঁজাখুঁজির পর মহাদেবপুর থেকে গাড়িটি পাওয়া যায়। সত্যিই দারুণ এক অভিজ্ঞতা।”
কনে মুসফিকা আবেগঘন কণ্ঠে জানান,
“এমন আয়োজন আমার কল্পনাতেও ছিল না। ঘোড়ায় চড়ে বিয়ে—এ যেন একেবারে সিনেমার দৃশ্য! ভীষণ ভালো লাগছে।”
স্থানীয় স্কুলশিক্ষক ও বরের মামাতো ভাই আবু সাঈদ রোমেন রিপু বলেন,
“ছোটবেলা থেকেই আসিফের রাজকীয় বিয়ের স্বপ্ন ছিল। আজ তা বাস্তবে দেখে আমরা সবাই মুগ্ধ।”
দিনের আলো গড়িয়ে যখন বিকেলের দিকে ঝুঁকছিল, তখনও পয়নারী গ্রাম ছিল উৎসবের রঙে ভরপুর। ঢোলের বাজনা, হাসিমাখা মুখ আর ভালোবাসার আবেশে যেন ফিরে এসেছে হারিয়ে যাওয়া ঐতিহ্য।
অতিথিরা বলছেন—
আধুনিকতার ভিড়ে ঐতিহ্যের কোমল ছোঁয়া—এই বিয়েটি তাই হয়ে থাকলো এক স্মরণীয় দিনের নাম।