বগুড়ায় টু স্টার প্রিন্টিং ২৫ হাজার টাকা জরিমান আদায় অবৈধ পলিথিন জব্দ।
নিজস্ব প্রতিবেদক : বগুড়ায় টু স্টার প্রিন্টিং ২৫ হাজার টাকা জরিমান আদায় অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।
আজ সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮ টার সময়, সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষন অধিদপ্তর, বগুড়া কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে বগুড়া শহরের দক্ষিন বৃন্দাবন পাড়া টু স্টার প্রিন্টিং পূর্ব পালশা পলিমার কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয় ও ১০১৫ কেজি পলিথিন জব্দ করা হয়।
সিপিএসসি বগুড়া, র্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি এবং লক্ষন চন্দ্র দাস, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ পরিবেশ সংরক্ষন অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়, বগুড়া এর নেতৃত্বে এবং সিপিএসসি বগুড়া, র্যাব-১২ এর একটি চৌকষ আভিযানিক দলসহ শহরের দক্ষিন বৃন্দাবন পাড়া টু স্টার প্রিন্টিং পূর্ব পালশা পলিমার কারখানায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) (খ) ধারার অপরাধ এবং ১৫(১) ধারা ভঙ্গের অপরাধ করার অভিযোগে কারখানার মালিক আলহাজ্ব মোঃ তারিক (৫৫), পিতাঃ মৃত মতিয়ার রহমান, সাং দক্ষিন বৃন্দাবন পাড়া। বগুড়াকে ২৫ হাজার টাকা জরিমানা আদায়পূর্বক খালাস প্রদান করা হয়। উক্ত কারখানায় অবৈধ ভাবে পলিথিন উৎপাদন করার সময় ১,০১৫ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ২ লখ টাকা ও নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।