মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৪৮ পিস ভায়াগ্রা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৪৮ পিস ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। সোমবার (১০ নভেম্বর ২০২৫) ভোর আনুমানিক ৪টার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৯/৩-এস হতে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবন নগর পাড়া পাকা রাস্তার ওপর এই অভিযান পরিচালিত হয়।অভিযানটি পরিচালনা করেন হাবিলদার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বাধীন বিজিবি সদস্যরা। অভিযানে কাউকে আটক করা না গেলেও আসামীবিহীন অবস্থায় ১৪৮ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।