যুব উদ্যোক্তাদের সাথে মতবিনিময় ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন
বগুড়া প্রতিনিধি :
যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বগুড়ায় যুব উদ্যোক্তাদের সাথে মতবিনিময় সভা ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক জনাব তোছাদ্দেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (BSCIC) এর ডিপুটি জেনারেল ম্যানেজার এ কে এম মাহফুজার রহমান হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক সেলিম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
জেলা যুব পরিষদের সভাপতি রবিউল হাসান দারুণ, সাধারণ সম্পাদক রেদওয়ানুল ইসলাম আকিব, সিনিয়র যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে যুব উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদের চাকরির সুযোগ সৃষ্টি করবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুব উদ্যোক্তাদের মাঝে সফল উদ্যোক্তা হওয়ার বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করা হয়।