মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
উঠান বৈঠক বগুড়া গাবতলী সোনারায় ইউনিয়ন যুব উদ্যোক্তাদের সাথে মতবিনিময় ও উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৪৮ পিস ভায়াগ্রা উদ্ধার দিল্লিতে গাড়ি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত! গাবতলীতে মুরগি চুরির বিরোধ কাঠমিস্ত্রী ভুট্টােকে কুপিয়ে হত্যা বগুড়ায় মরহুম বীরমুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক মঞ্জুর জাযাজার নামাজ পূর্বে গার্ড অনার প্রদান। এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। বদলগাছীতে নির্বাচনী উঠান বৈঠক, ভোটারদের মুখোমুখি প্রতিনিধিরা বগুড়ায় টু স্টার প্রিন্টিং ২৫ হাজার টাকা জরিমান আদায় অবৈধ পলিথিন জব্দ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আজিজুল হক কলেজ ছাত্রদলের “ক্লিন ক্যাম্পাস” উদ্বোধন

বিএনপি ক্ষমতায় গিয়ে উল্টা-পাল্টা করলে ছাড় দেব না: জামায়াত আমির

বাবুল মিয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮৯ Time View

বিএনপিকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমাদের বন্ধু প্রতীম সংগঠন বলেছে, আমাদের ছাড়া তারা অন্যদের নিয়ে সরকার গঠন করবে। আমরা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমরা সরকার গঠন করলে তাদেরকেও নিয়ে করব। যদি তারা ক্ষমতায় গিয়ে যদি উল্টা পাল্টা করে তাদের ছাড় দেব না। আগে যেভাবে জীবন বাজি রেখে আন্দোলন করেছি, সেভাবে আন্দোলন করব।

আজ বৃহস্পতিবার সন্ধায় নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারে মহানগর ও সদর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের কথা উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের রাতে চাইলে আমরা নেতাকর্মীদের বলতে পারতাম, যে যা ক্ষতি করেছে তাদের সঙ্গে মোলাকাত করে আস। তখন দেশ বধ্যভূমি হয়ে যেত। তাদের অপরাধ ছিল সীমাহীন। আমরা দলীয় কর্মীদের ধৈর্য ধারণ করতে বলেছি, শান্ত থাকার কথা বলেছি। আওয়ামী লীগ দায়িত্বজ্ঞানহীন হলেও এই জাতি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, কেউ গণপিটুনিতে মারা গিয়েও হয়েছে জুলাই যোদ্ধা। এটা যারা করেছে তারা ঠিক করেনি। এই হল আমাদের বাংলাদেশ। এরকম দেশ চলতে পারে না। একদল টাকা লুট করে পালাবে, একদল লুট করবে, বিদেশের মাটিতে বেগম পাড়া করবে সেটা আমরা চাই না। বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই। সুবিচার আমরা কায়েম করতে চাই। জায়গায় জায়গায় ইঁদুর বসে আছে, সেই ইঁদুর তাড়াতে হবে।

সরকার পতনের পরের দুই দিনের প্রেক্ষাপট বর্ণনা করে জামায়াত আমির বলেন, ওই সময় ৫ হাজার খুন হয়নি, ৫ শ কিংবা ৫ জনই খুন হয়নি। হ্যাঁ, ৫-৬ মাসের মধ্যে কয়েকজন খুন হয়েছেন। কিন্তু আমরা ন্যায় ও সত্যের পথে যখন লড়াই করতাম তারা আমাদের করতে দেয়নি। আওয়ামী লীগ আমাদের নেতাকর্মীদের হত্যা ও ঘুম করেছে। দলের নিবন্ধন ও প্রতীক কেড়ে নিয়েছিল। সব কিছুতে সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট করেছে। সাড়ে ১৫টি বছর আমরা মজলুম ছিলাম। আমাদের মত অনেকে মজলুম ছিল।

মহানগর আমির হাফিজ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও নায়েবে আমীর নূরুল ইসলাম বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন, দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, সিলেট-৬ আসনের প্রার্থী সেলিম উদ্দিন, সিলেট-১ আসনের প্রার্থী ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৪ আসনের প্রার্থী ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, সিলেট-২ আসনের প্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, সিলেট-৩ আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৫ আসনে জামায়াত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান প্রমুখ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
Developed by: A TO Z IT HOST
Tuhin